কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত ও অপর একজন আহত হযেছে।
বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
কালিহাতী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের অফিসার মঞ্জুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
নিহত কিশোর উপজেলার সাতুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. মাহি (১৫)।
কালিহাতী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের অফিসার মঞ্জুরুল ইসলাম জানান, বিকেলে মাহি তার ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মাহির মৃত্যু হয়। এ ঘটনায় মাহির ভাই গুরতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছে।
Discussion about this post