একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে । এই উন্নয়নকে ধরে রাখতে হলে আপনারা নৌকায় ভোটদিন। তিনি বলেন, গত ঊনিশ মাসে কালিহাতীতে প্রায় ঊনিশ শত কোটি টাকার উন্নয়ন হয়েছে। আপনার ভোট দিন আমরা উন্নয়ন দিবো। নৌকার বিজয় গলে কালিহাতীকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো।
২৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। এছাড়া সোহেল হাজারী সারাদিন উপজেলার সল্লা, পাইকড়া,কালিহাতী পৌর এলাকার বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক নাট্যকার, অভিনেতা ও নির্মাতা সিদ্দিকুর রহমান, অভিনেতা কামাল হোসেন বাবর, অভিনেতা ও নির্মাতা মিলন ভট্রাচার্য্য, অভিনেতা মাহমুদুল হাসান মিঠু, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সোলেয়মান হাসান, উপ-প্রচার সম্পাদক মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, যুগ্ম সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন মোল্লা , এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা প্রমুখ।
বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, সাবেক শিক্ষক নেতা আলহাজ খাদেমুল ইসলাম মাস্টার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, সাধারণ সম্পাদক শাহ-আলম মোল্লাসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনসভাটি সঞ্চালনা করেন, বাংড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন।
Discussion about this post