কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইলে পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় প্রাঙ্গনে বুধবার (১৩ জানুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিয়ে ভর্তির লটারির ড্র অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম)।
পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদেরের ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (টাঙ্গাইল সদর সার্কেল) রেজাউর রহমান রেজা, জেলা প্রশাসনের সিনিয়র সহ: কমিশনার রোজলিন শহীদ চৌধুরী, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম, উপ-শিক্ষা কর্মকর্তা শাহীনুর ইসলাম, সরকারি সা’দত কলেজের সহযোগী অধ্যাপক চিনুরানী বিশ্বাস, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তাসহ পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
ভর্তি যুদ্ধে আবেদন করেছিল ২৭৫১ জন শিক্ষার্থী। এর মধ্যে লটারির মাধ্যমে ভর্তির জন্য উত্তীর্ণ হন ৩৬০ জন।
Discussion about this post