কারকনিউজ ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের ফায়ারিং রেঞ্জ এলাকায় অসহায় এবং সুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
পরে তিনি সেনাবাহিনীর কর্তৃক আয়োজিত সাধারণ মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন।
এর আগে সেনাপ্রধান ঘাটাইল অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন৷
এসময় ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিবিশনের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ সেনাবাহিনীর অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় সেনাবাহিনী এবারও প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা কার্যক্রম ও শীত বস্ত্র বিতরণ করছে।
Discussion about this post