আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করতে কোটি কোটি টাকা ছড়ানোর দায়ে আমদানি-রফতানিকারী ও ঠিকাদারি একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দারকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে নগদ আট কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক জব্দ করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা আড়াইটায় মতিঝিলের সিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সস্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
Discussion about this post