টাঙ্গাইলের মির্জাপুরে দুই ইউপি মেম্বারসহ ৫বিএনপি নেতা আওয়ামীলীগের যোগদান করেছেন।
মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ লিটনের হাত ধরে তারা আওয়ামীলীগের যোগদান করেন।
যোগদানকারী নেতারা হলেন বহুরিয়া ইউনিয়ন পরিষদের টানা চার বারের নির্বাচিত সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. শাজাহান, বীরমুক্তিযোদ্ধা ও বহুরিয়া ইউপি সদস্য গ্রাম্য চিকিৎসক ফজলুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার খান, বহুরিয়া গ্রামের ওসামান খান, চান্দুলিয়া গ্রামের মেছের আলী।
বহুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গাজী গোলাম মোস্তফা ফজলের সভাপতি চান্দুলিয়া পূর্বপাড়া বড় মাঠে আয়োজিত নৌকার পক্ষে আয়োজিত নির্বাচনী সভায় তারা আওয়ামীলীগে যোগদান করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও হংকং শাখা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ লিটন।
এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক চেয়ারম্যান আবুল কাশেম খোকন, বহুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সিকদার, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ রতন প্রমুখ।
যোগদানকারীরা বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধা, বয়স্ক ও বিধবাদের সম্মান বৃদ্ধির পাশাপাশি দেশে যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের ধারা যাতে চলমান থাকে সেজন্য তারা আওয়ামীলীগে যোগদান করেছেন।
Discussion about this post