নড়াইল ২ আসনে (নড়াইল-লোহাগড়া) আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা আমাকে ভোট দেন, আমি কথা দিচ্ছি- আমি আপনাদের উন্নয়ন দেবো।’
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) লোহাগড়া উপজেলার দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় তিনি এ আহ্বান জানান।
এদিন সকালে এড়েন্দা বাস স্ট্যান্ডে, ঝিকড়া গ্রামে, আমাদা, কোলা, দিঘলিয়া, বড়দিয়া এলাকায় ব্যাপক গণসংযোগ শেষে বিকেলে কোটাকোল ইউপির মাইগ্রাম-মাটিয়াডাঙ্গা কলাগাছি আশ্রয়ন প্রকল্পের মাঠে সৌদি প্রবাসী তেলকাড়া গ্রামের যুবলীগ নেতা এস এম মিজানুর রহমান মিজান আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মাশরাফি।
জনসভায় মাশরাফি বলেন, ‘আপনারা আমাকে ভোট দেবেন, আমি আপনাদের উন্নয়ন দেবো। সবাই মিলে সুন্দর নড়াইল গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।’
এর আগে জনসভায় পৌঁছালে হাজারো নারী-পুরুষ মাশরাফিকে ফুল দিয়ে বরণ করে নেন। প্রবাসী মিজানুরের স্ত্রী ঝুমা প্রিয় মাশরাফিকে ফুল দিয়ে তৈরি মনোরম দৃশ্যের নৌকা উপহার দেন।
ইউপি মেম্বর মো. শহিদুল ইসলাম মোল্যার সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিকদার আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, পৌর আওয়ামী লীগ সভাপতি কাজী বনি আমিন, আওয়ামী লীগ নেতা মো. আবুল হোসেন, নান্টু সিকদার ও যুব মহিলা লীগের সদস্য জাফরিয়া আক্তার ঝুমা প্রমুখ।
Discussion about this post