চট্টগ্রাম-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রচারণায় ছোড়া পেট্রোলবোমায় চারজন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার মাদাম বিরিহাটে এ হামলার ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মোহাম্মদ রায়হান, তায়েব হোসেন, সাদ্দাম হোসেন ও মোহাম্মদ ছালেক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থী দিদারুল ইসলামের প্রচারণা মিছিলে পেট্রোল বোমা হামলা হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সীতাকুণ্ডে হামলার ঘটনায় দগ্ধ তিনজনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। অপর একজন জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
Discussion about this post