তুরস্ক সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের আমন্ত্রণে দেশটিতে সফর করবেন ট্রাম্প। তবে সফরের সময়সূচি জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।
এদিকে,গতকাল সোমবার (২৪ ডিসেম্বর) মন্ত্রিসভার বৈঠকের পর তুরস্কের রাজধানী আঙ্কারায় এরদোগানের মুখপাত্র ইব্রাহীম কালিন বলেন, আগামী বছর মার্কিন প্রেসিডেন্ট তুরস্ক সফরে আসবেন। তবে তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
কালিন বলেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারে ফোনালাপের সময় ট্রাম্পকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন এরদোগান।
হোয়াইট হাউসও আগামী বছরে ডোনাল্ড ট্রাম্পের তুরস্ক সফর নিশ্চিত করেছে।
Discussion about this post