সারা বিশ্বের সঙ্গে বড় দিনের উৎসবে মেতেছেন তারকা ফুটবলাররাও। মেসি, রোনালদো, হ্যারি কেন, সার্জিও রামোসের মত বড় তারকারা নানাভাবে আনন্দ উদযাপন করছেন।
বড়দিনের ছুটি কাটাতে নিজ বাড়ি আর্জেন্টিনার রোজারিওতে চলে গেছেন বার্সেলোনার মহাতারকা লিওনেল মেসি। তবে ঘরে ফিরতে পারেননি আরেক বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। একদিন বাদেই তার ম্যাচ। তাইতো প্রেমিকা আর জর্জিনা রদ্রিগেজ আর সন্তানদের নিয়ে উৎসব চলছে ঘরেই।
সেই আনন্দের স্থীরচিত্র ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন তারা। সান্তাক্লজের সঙ্গে ছবি তুলে জর্জিনা পোস্ট করলেন ইনস্ট্রাগ্রামে। একফ্রেমে পরিবারের সবার এই ছবিটা ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। যেখানে জুভেন্টাস তারকা রোনালদোর প্রেমিকা জর্জিনা। আর লিখেছেন, ‘তুরিনোর নতুন বাড়িতে ক্রিসমাস সেলিব্রেশেন শুরু।’
বড়দিনের আনন্দে মেতেছেন তারকা ফুটবলার হ্যারি কেন। ইংল্যান্ডের ফুটবল অধিনায়ক তার বাড়িতেই ক্রিসমাস ট্রি সাজিয়েছেন। যেখানে রেখেছেন এ বছর রাশিয়া বিশ্বকাপ থেকে জেতা গোল্ডেন বুট। বিশ্বকাপে সবচেয়ে গোল করে সোনার বুট পেয়েছেন তিনি।
স্প্যানিশ ফুটবলার সার্জিও রামোসের পরিবারেও এখন বড়দিনকে ঘিরে চলছে উৎসব। সোমবারই দেখা গেল এই তারকার স্ত্রী পিলার রোবিও সন্তানকে নিয়ে সাজাচ্ছেন ক্রিসমাস ট্রি।
Discussion about this post