প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সভা কক্ষে এ বৈঠক শুরু হয়।
ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের পক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাফরুল্লাহ চৌধুরী, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু প্রমুখ উপস্থিত রয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ও রফিকুল ইসলাম, ইসি সচিব হেলালুদ্দীন বৈঠকে অংশ নেন।
জানা গেছে, নির্বাচনী প্রচারণায় ধানের শীষের প্রার্থীদের ওপর যেসব হামলার ঘটনা ঘটেছে এবং যেসব নেতাকর্মী আটক হয়েছেন সে বিষয়ে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনে তালিকা দেয়া হবে। তারা এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রতিকার চাইবেন।
Discussion about this post