টাঙ্গাইলের মির্জাপুরে বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার গোড়াইয়ের মিল গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিরঞ্জন চন্দ্র শীল (৫০) উপজেলার গোড়াই খামার পাড়া এলাকার মৃত কালী চন্দ্র শীলের ছেলে।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানা পুলিশের এসআই আশরাফুল ইসলাম বলেন, নিরঞ্জন চন্দ্র শীল উপজেলার গোড়াইয়ের মিল গেইট এলাকায় রাস্তাপার হচ্ছিলেন। এ সময় একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলে গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালের নেয়ার পথে তার মৃত্যু হয়।
Discussion about this post