এবারই প্রথম নৌকার মনোনয়ন নিয়ে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তোজা। তার প্রার্থী হওয়া নিয়ে বিশেষত তরুণদের মধ্যে দারুন সাড়া পড়েছে। নড়াইল-২আসনে মাশরাফির পক্ষে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা।
এরই ধারাবাহিকতায় নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফির বিন মর্তুজার স্ত্রী সুমনা হক সুমি দ্বিতীয় দিনের মতো বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।
সোমবার (২৪ ডিসেম্বর) সুমনা হক তার বাবার বাড়ি নোয়াগ্রাম ইউনিয়নের ছত্রহাজারী, কাশিপুর ইউনিয়নের গিলাতলা এবং লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া এলাকায় জনসাধারণের সঙ্গে উঠান বৈঠকে অংশ নিয়ে নৌকা মার্কায় ভোট চান।
এসময় সুমনা হক বলেন, ‘মাশরাফি এলাকায় না থাকলেও আপনারা তার জন্য কাজ করেছেন। আশা করি এখনও আপনারা তার সঙ্গে থাকবেন। সে সব সময় মানুষের পাশে থাকতে পছন্দ করে, আগামীতে সে আপনাদের সঙ্গে থাকবে।’
‘মাশরাফি দেশের মানুষের কথা চিন্তা করে সে নির্বাচন করছে, তাই তাকে বিজয়ী করার দায়িত্ব আমাদের সকলের’ যোগ করেন ম্যাশপত্নী।
সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সদস্য খশরুল আলম পলাশ, সুমির বোন সঞ্চিতা হক রিক্তা, সঞ্জিবা হক রিপা, সুমির আত্মীয় নূর আলম শিহাব, নড়াইল পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম বাবলু প্রমুখ।
Discussion about this post