খাগড়াছড়ির পানছড়িতে সন্ত্রাসীদের গুলিতে এক নির্মাণ শ্রমিকসহ দুজন নিহত হয়েছেন।
সোমবার বেলা ১২টার দিকে উপজেলার পুজগাং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের একজন ওই এলাকার বাসিন্দা চা দোকানি চিক্য চাকমা (৩২) এবং আরেকজন স্থানীয় রাস্তার নির্মাণ শ্রমিক চট্টগ্রামের বাসিন্দা সোহেল রানা (৩০)।
এ বিষয়ে ইউপিডিএফ মুখপাত্র মাইকেল চাকমা জানান, সোমবার সকালে ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় কার্যালয়ে আগুন দেয়া হয়। এরপর সন্ত্রাসীরা নির্বাচনী কার্যালয় থেকে বেরিয়ে জনগণে ভীতি সঞ্চার করতে গুলি করে। এতে দুইজন নিহত হয়।
জনগণকে নির্বাচন থেকে দূরে রাখতে ভীতি সৃষ্টি করার লক্ষ্যে জেএসএস এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন মাইকেল চাকমা।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম সংঘর্ষের ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Discussion about this post