টাঙ্গাইলের ঘাটাইলে অস্ত্র, গুলি ও ৪০০ বোতল ফেনসিডিলসহ মো: রাসেল (২৯) নামের এক জনকে আটক করছে ঘাটাইল থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে পৗরসভার ৭নং ওয়ার্ড চেয়ারম্যান বাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়। রাসেল ওই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকছুদুল আলম জানান, গোপন সংবাদের ভিক্তিতে ঘাটাইল থানা পুলিশের একটি দল পৌর এলাকার ৭নং ওয়ার্ডের চেয়ারম্যান বাড়ী এলাকায় অভিযান চালানো হয়। এসময় চিহিৃত সন্ত্রাসী রাসেলের বাড়িতে অভিযান পরিচিালনা করা হয়। অভিযানে একটি ৭.৬৫ মেড ইন ইউএসএ পিস্তল ও ৬০ রাউন্ড গুলি, একটি বিদেশী রিভালভার ও ৫ রাউন্ড গুলি, ৭.৬৫ পিস্তলের বিভিন্ন যন্ত্রাংশ ও ৩টি ম্যাগাজিন এবং ৪০০ বোতল ফেনসিডিলসহ রাসেলকে আটক করা হয়।
তিনি আরো বলেন, রাসেলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন মামলার প্রস্তুতি চলছে।
Discussion about this post