বিশেষ প্রতিবেদক : টাঙ্গাইলে নতুন করে ১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ওয়াহিদুজ্জামান জানান, আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১০জন, দেলদুয়ার উপজেলায় ১ জন, মির্জাপুর উপজেলায় ১ জন, কালিহাতী উপজেলায় ২ জন, ঘাটাইল উপজেলায় ৩ জন ও ভূঞাপুর উপজেলায় ১ জন রয়েছেন।
আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৩৫৬ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৬১ জনের। জেলায় মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬১৯ জন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্বাবোধয়াক ডা. সদর উদ্দিন জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে সর্বমোট ১৬৪জন ভর্তি হয়। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ১১৭জন। ৪২জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রের্ফাড করা হয়। বর্তমানে ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Discussion about this post