টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের আওয়ামী লীগের এমপি প্রার্থী ছানোয়ার হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক উন্নয়নে বাংলাদেশ বিস্ময়কর সাফল্য দেখিয়েছে। সরকারের ১০ বছরের উন্নয়ন ও অগ্রগতি হওয়ার ক্ষেত্রে কোনো কোনো স্থানে হয়তো ভুল ত্রুটি হতে পারে, তবে সার্বিক উন্নয়নে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল। এ সরকারের ধারাবাহিকতার কারণেই আজ আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। এ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে তৃতীয় বারের মত শেখ হাসিনার আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় এনে এ বাংলাদেশকে উন্নত আয়ের দেশে পরিণত করার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সহয়াতা করুন।
সোমবার ২৪ ডিসেম্বর বিকালে মগড়া ইউনিয়নে কুইজ বাড়ি ইউনিয়ন পরিষদের মাঠে নির্বাচনী জনসভায় এ সব কথা বলেন তিনি।
তিনি আরোও বলেন আওয়ামী লীগ সরকারের টানা ১০ বছরে এক বিস্ময়কর সাফল্য দেখিয়ে অনন্য ও ঈর্ষণীয় অবস্থান তৈরি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিচক্ষণতা ও নেতৃত্বের দৃঢ়তা দিয়ে এক নতুন বাংলাদেশ তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন তিনি। কাজেই ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার বাংলাদেশ আমার আপনার বাংলাদেশকে এক নতুন বাংলাদেশ তৈরির লক্ষ্য কাজ করার সুযোগ দেন।
এসময় আরোও বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন মেনু, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, যুগ্ম -সাধারণ সম্পাদক শাহজাহান আনসারী, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক নাহার আহমেদ,দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম এডভোকেট, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক নাজমুল হুদা নবীন,সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমিরুল ইসলাম খান, মগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেত্ববৃন্দ।
Discussion about this post