টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে হামলা-মামলা, হয়রানি এবং নির্বাচনী প্রচার-প্রচারণায় সরকার দলীয় লোকজন বাধা দেয়ার অভিযোগ করেছেন ঐক্যফ্রন্টের প্রার্থী লিয়াকত আলী। আজ সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করা হয়।
লিখিত অভিযোগে লিয়াকত আলী জানান, নির্বাচনী প্রচারণায় বাধা, রাতের আঁধারে নিরিহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশের তল্লাশীসহ মিথ্যা মামলায় কর্মী সমর্থকদের হয়রানি করছে পুলিশ। অতি সম্প্রতি পাঁচটি মিথ্যা মামলায় ২১১ জনকে আসামী করেছে টাঙ্গাইলের কালিহাতী থানা পুলিশ। এছাড়াও এসব মামলায় ১৭৬ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এ ঘঁটনায় রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন ঐক্যফ্রন্টের প্রার্থী লিয়াকত আলী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাবাহিনীর সদস্যরা নির্বাচনী এলাকায় আসার পর পরিবেশ অনেকটা ভালো হবে বলে আশা করেছেন লিয়াকত আলী।
Discussion about this post