আসন্ন একাদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল হওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আপিল আবেদন জানিয়েও প্রার্থিতা ফিরে পাননি বিএনপির সাত প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী একজন স্বতন্ত্র প্রার্থী। তাদের মনোনয়ন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রখেছে চেম্বার জজ আদালতে।
প্রার্থিতা হারানো বিএনপির প্রার্থীরা হলেন— জামালপুর-৪ আসনের ফরিদুল কবির তালুকদার, জয়পুরহাট-১ আসনের মো. ফজলুর রহমান, ঝিনাইদহ-২ আসনের এম এ আব্দুল মজিদ, রাজশাহী-৬ আসনের আবু সাঈদ চাঁদ, ব্রাহ্মনবাড়িয়া-৪ আসনের ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, ঢাকা-১ আসনের প্রার্থী খন্দকার আবু আশফাক এবং ঢাকা-২০ আসনের তমিজ উদ্দিন। এছাড়া ময়মনসিংহ-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমনের মনোনয়নপত্র বাতিলের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত।
চেম্বার জজ বিচারপতি মো. নূরুজ্জামান হাইকোর্টের আদেশের ওপর নো অর্ডার দেন। এর ফলে হাইকোর্টের আদেশই বহাল থাকছে। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানী করেন ব্যারিস্টার রুহুল কুদ্দদুস কাজল, নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন এডভোকেট মাহ মঞ্জুরুল হক।
এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের রিট আবেদনের শুনানি নিয়ে বিএনপির বেশ কয়েকজন প্রার্থীর প্রার্থিতা হাইকোর্টে আটকে যায়। এসব প্রার্থীর সবাই উপজেলা চেয়ারম্যান পদে থেকে নির্বাচন করায় হাইকোর্ট তাদের প্রার্থিতা স্থগিত করে রুল জারি করেছিলেন।
এর পরিপ্রেক্ষিতে গত ২৩ ডিসেম্বর এই প্রার্থীরা হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে পৃথক পৃথক আবেদন জানান। ওই আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত তাদের প্রার্থিতা নিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
এদিকে রাজশাহী-৫ আসনে নাদিম মোস্তফার পরিবর্তে অধ্যাপক নজরুল ইসলামকে ধানের শীষ এবং মানিকগঞ্জ-১ আসনে এসএ জিন্নাহ কবিরের পরিবর্তে এডভোকেট খন্দকার আবদুল হামিদ ডাবলুকে ধানের শীষ প্রতীক দেয়ার হাইকোর্টের আদেশ বহাল রয়েছে।
Discussion about this post