আওয়ামী লীগে যোগ দিয়েছেন উপজেলার সন্ধানপুর ইউনিয়ন পরিষদের বিএনপি মনোনীত চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ সহ স্থাণীয় বিএনপির কয়েকশত নেতা কর্মী। তিনি আজ সোমবার (২৪ ডিসেম্বর) উপজেলার কুশারিয়া গণ উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় শত শত নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
এ সময় চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশে যে পরিমান উন্নয়ন করেছেন তার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে এবং ঘাটাইল আসনের নৌকার প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান খানের সততা এবং তার মতো ভালো মানুষকে মনোনীত করায় বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করেন।
তিনি আরও বলেন, সন্ধানপুরের মাটি আওয়ামী লীগের ঘাটি সেটা আবারও প্রমান করার লক্ষ্যে আগামী ৩০ তারিখে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রমান করে দিবেন
সন্ধানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক শাহজাহান মিয়া আনন্দের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নৌকার প্রার্থীর পুত্র ও টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি।
আরও বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এস আকবর খান, ডেপুটি এটর্নী জেনারেল শহিদুল ইসলাম শহিদ প্রমুখ।
এ সময় জেলা আওয়ামীপন্থী আইনজীবী পরিষদসহ জেলা উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post