আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘাটাইলের ধলাপাড়ায় নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপান্তরিত।
রোববার (২৩ ডিসেম্বর) পুর্ব ঘাটাইলের সাতটি ইউনিয়নের আয়োজনে ধলাপাড়া এস ইউ পি উচ্চ বিদ্যালয়ের মাঠে নৌকার মাঝি আলহাজ্ব আতাউর রহমান খানের নৌকার পক্ষে এই জনসভার আয়োজন করা হয়।
জনসভায় নৌকা নৌকা স্লোগানে মুখরিত হতে থাকে ধলাপাড়ার আকাশ বাতাশ। পুর্ব ঘাটাইলের প্রতিটা গ্রাম পাড়া ও মহল্লা থেকে বিপুল সংখ্যক জনসমাগমে মুহুর্তেই জনসভা জনসমুদ্রে রূপ নেয়।
ধলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সোহরাবের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য প্রদান করেন নৌকার প্রার্থী আলহাজ্ব আতাউর রহমান খান।
রফিকুল ইসলাম রফিক ও বিল্লাল হোসেনের সঞ্চালনায় জনসভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শহিদুল ইসলাম লেবু, সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক শহিদুল ইসলাম হেস্টিংস্, উপজেলা ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ আরিফ হোসেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ. ন. ম বজলুর রশিদ রিপন, জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল, সাবেক ইউপি চেয়ারম্যান ববিন হায়দার চৌধুরী সাদী, টাঙ্গাইল সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, পৌর মেয়র শহিদুজ্জামান খান, সাবেক পৌর মেয়র হাছান আলী, আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান আজাদ, শরিফুল ইসলাম সাদ্দাম প্রমুখ।
Discussion about this post