মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোঃ মাহবুবল হকের পিতা এস.এম মোজাম্মেল হক (৭৫) রোববার ভোর রাতে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহ তায়ালার নিকট মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন ও ৩য়-৪র্থ শ্রেণীর কর্মচারী সমিতির পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, এস.এম মোজাম্মেল হক ডায়বেটিস রোগে আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়, ঘারিন্দা এর প্রধান শিক্ষক হিসেবে কর্মরত থেকে অবসর গ্রহণ করেন। তিনি মৃত্যূকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। রোববার বেলা ১১ টায় টাঙ্গাইল বাজিতপুর টেক্সটাইল ইনিস্টিটিউট মসজিদ প্রাঙ্গনে প্রথম জানাজা এবং বাদ আসর ঘারিন্দা তার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Discussion about this post