ডিজিটাল রিয়্যালিটি শো নেক্সট টিউবার-এর চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। মোবাইল অপারেটর বাংলালিংক দ্বিতীয় আসরের এ আয়োজনের ফল প্রকাশ করলো।
ভিডিও কনটেন্ট তৈরি করে প্রতিযোগিতায় প্রথম হয়েছেন নাজিব নিনাদ ও প্রিয়ম। দ্বিতীয় হয়েছেন মারিশা রহমান ও জারিফ কবির। বিজয়ীরা অর্থ পুরস্কার, গুগলের সিঙ্গাপুর কার্যালয় পরিদর্শন ও বাংলালিংকের সঙ্গে চুক্তির সুযোগ পাচ্ছেন।
শনিবার (২২ ডিসেম্বর) দুই মাস ধরে চলা প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স তাইমুর রহমান, বাংলালিংক-এর চিফ কমপ্লায়েন্স অফিসার মো. নুরুল আলম, এবিসি রেডিও এফএম ৮৯.২-এর হেড অফ অপারেশন এহসানুল হক টিটো, এনটিভি-এর হেড অফ প্রোগ্রাম মুস্তাফা কামাল সৈয়দ, বঙ্গ-এর ম্যানেজিং ডিরেক্টর আহাদ মোহাম্মদ উপস্থিত ছিলেন।
Discussion about this post