নওগাঁর পোরশায় গাঙ্গুরিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর (৫৮) ট্রাক চাপায় নিহত হয়েছেন। তিনি পুরইল গ্রামের মৃত মোজাম্মেল হক শাহ এর ছেলে।
রবিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার গাঙ্গুরিয়া মোড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে।
ওই ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে গ্রামের বাড়ি থেকে বাস যোগে প্রধান শিক্ষক আব্দুল গফুর শাহ গাঙ্গুরিয়া বালিকা বিদ্যালয়ের সামনে নামেন। এরপর তিনি রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এরপর স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে সংবাদ দেন। পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেসবারুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত প্রধান শিক্ষকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
Discussion about this post