ঝিনাইদহে পারভীনা আক্তার নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার নারায়নপুর গ্রামের মাঠের সরিষাক্ষেত থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ, সকালে নারায়নপুর গ্রামের মাঠে পারভীনা আক্তার নামে এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসি। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসাপাতাল মর্গে পাঠায়।
ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী মনুড়িয়া গ্রামের আলাউদ্দীন। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।
Discussion about this post