টোল প্লাজার সার্ভার স্টেশনে নেটওয়ার্ক ডাউন থাকায় দুই ঘন্টা বন্ধ থাকার পর বঙ্গবন্ধু সেতুর উভয় প্রান্তে যান চলাচল শুরু হয়েছে।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় শুরুর পর সেতুর উপর দিয়ে যান চলাচল শুরু হয়। এর ফলে সেতুর পশ্চিম পাড়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, সকাল সাড়ে ১০টা থেকে সেতুর টোল প্লাজায় সার্ভার স্টেশনে নেটওয়ার্ক ডাউন ছিল। এতে টোল আদায় বন্ধ হয়ে গেলে যানজট সৃষ্টি হয়।
তিনি জানান, বেলা সাড়ে ১২টার দিকে ম্যানুয়াল রশিদের মাধ্যমে টোল আদায় কার্যক্রম শুরুর পর যানজট ধীরে ধীরে কমে আসে। বর্তমানে সেতুর পশ্চিমপাড়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
Discussion about this post