নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
সোমবার বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, নির্বাচনী পরিবেশসহ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকদের ভিসা না দেওয়া, প্রার্থীদের গ্রেফতার, প্রচারণায় হামলা ও মামলাসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে সংবাদ সম্মেলনে কথা বলবেন ড. কামাল হোসেন।
গণফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পথিক এ তথ্য নিশ্চিত করে জানান, সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
Discussion about this post