নোয়াখালীর কোম্পানীগঞ্জে শ্রমীক লীগের অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দিবাগত রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের চৌধুরীহাটে এ ঘটনা ঘটে ।
চরপার্বতী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি নুরুল আমিন ওরফে আবুল বাসার জানান,শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা শ্রমীক লীগ অফিসের সাঁটার কেটে ভিতরে প্রবেশ করে অগ্নিসংযোগ ও ভাংচুর করে। এতে অফিসের সংরক্ষনে থাকা নৌকার নির্বাচনী পোস্টার,লিফলেট,বঙ্গবন্ধুর ও প্রধানমন্ত্রীর ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়ার পুড়ে ছাঁই হয়ে যায়। এ ঘটনায় ১০জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জান’র মুঠোফোনে আলাপ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Discussion about this post