বঙ্গবন্ধু সেতুর টোল নেওয়ার কম্পিউটার সিস্টেম বিকল হয়ে গেছে।
আজ রোববার সকাল ১০টা ১ মিনিট থেকে সিস্টেমটি কাজ করছে না। এর ফলে ওই সেতু দিয়ে চলাচলকারী গাড়ির টোল নেওয়া বন্ধ আছে। সেতুর ওপরে আটকে আছে শত শত গাড়ি।
বঙ্গবন্ধু সেতুর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার প্রধান লে. কমান্ডার ফারুক হাসান বলেন, বঙ্গবন্ধু সেতুর টোল নেওয়ার কম্পিউটার সিস্টেমটি ঢাকার সেতু ভবন থেকে নিয়ন্ত্রণ করা হয়। ঢাকায় সিস্টেমটি কাজ করছে না। কখন ঠিক হবে, তা জানা যায়নি। টোল নেওয়া বন্ধ আছে। বিকল্প কোনো ব্যবস্থায় টোল নেওয়ার কথাও ঢাকা থেকে বলা হয়নি।
এদিকে সেতুর ওপর বাস, ব্যক্তিগত গাড়িসহ সব ধরনের যানবাহন আটকা পড়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
Discussion about this post