টাঙ্গাইল ০৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন।
আজ রবিবার বেলা ১২ টার দিকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে দেখা করে সাংবাদিকদের কাছে এ টাঙ্গাইল-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা ঘোষনা দেন লতিফ সিদ্দিকী।
লতিফ সিদ্দিকী বলেন, আমি আর নির্বাচন করছি না। কারণ মাঠ নির্বাচন করার মতো সমতল নয়। মাঠ এমনই সমতল যে পুলিশের বুটের তলে পড়তে হয়। আর সন্ত্রাসীদের লাঠির আঘাত খেতে হয়। আমার অফিস ভেঙে দিয়েছে। আমার নিরীহ লোকদেরকে প্রতিনিয়ত গ্রেপ্তার করছে। যারা সমর্থক তাদেরকে পুলিশ প্রতিনিয়ত টেলিফোন করে ভয় দেখাচ্ছে। এর পরে ইলেকশন করা যায় নাকি?
Discussion about this post