নতুন বছর শুরু হওয়ার আগেই মুক্তি পাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম অভিনীত নতুন ছবি ‘স্বপ্নের ঘর’। ২০১৮ সালে এটি মম’র তৃতীয় চলচ্চিত্র। ‘স্বপ্নের ঘর’ ছবিটি মূলত থ্রিলারধর্মী। নির্মাণ করেছেন তানিম রহমান।
বছরের শেষ দিকে নতুন ছবি মুক্তি পাওয়া নিয়ে উচ্ছ্বসিত মম বলেন, ‘চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছিল আমার অভিনীত ‘আলতাবানু’ ছবিটি। এরপর গেল নভেম্বরে মুক্তি পেল ‘দহন’ সিনেমাটি। দুটি দুই রকম গল্পের সিনেমা। আর নতুন ছবি ‘স্বপ্নের ঘর’-এর গল্পও একেবারে আলাদা, থ্রিলারধর্মী একটি সিনেমা।’
ছবিটি নিয়ে দারুণ আশাবাদীও এই নায়িকা। বলেন, ‘আশা করছি, বছরের শেষ প্রান্তে এসে স্বপ্নের ঘর আলোচনায় আসবে। দর্শক সিনেমাটি দেখে মুগ্ধ হবেন, এটা আমি নিশ্চিত বলতে পারি।’
তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে মম প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এরপর শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়।
Discussion about this post