জামালপুরের মেলান্দহে মো. জুয়েল নামে এক স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলার মধ্যেরচরে ঝিনাই নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জুয়েল জামালপুর শহর স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও জামালপুর পৌরসভার বামুনপাড়া এলাকার আব্বাস আলীর ছেলে।
পুলিশ জানায়, সকালে মেলান্দহ উপজেলার মধ্যেরচরে ঝিনাই নদীর পাড়ে এক ব্যক্তির গলা কাটা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা হাসপাতালের মর্গে থাকা মরদেহটি জুয়েলের বলে শনাক্ত করেন।
নিহতের পরিবারের দাবি, শুক্রবার (২১ ডিসেম্বর) রাত থেকে জুয়েল নিখোঁজ ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে দাবি তাদের।
এদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভির আহাম্মেদ জানান, নিহত জুয়েল জামালপুর শহর স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন।
Discussion about this post