আসন্ন একাদশ সংসদ নির্বাচনে প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
তিনি বলেন, দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। উৎসবমুখর পরিবেশে ৩০ তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। সহিংসতার সুযোগ নেই।
শনিবার ময়মনসিংহের টাউন হল তারেক স্মৃতি মিলনায়তনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি নূরুল হুদা বলেন, নির্বাচনের আচরণ বিধি সবার জন্য সমান। কেউ না মানলে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন।
সিইসি বলেন, নির্বাচনে সহিংসতা বা প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই।
Discussion about this post