একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮(সখীপুর-বাসাইল) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকীর নির্বাচনী প্রচার-প্রচারণায় বেশ সাড়া জাগিয়েছেন। শনিবার সখীপুর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে পৌরশহরের মুখতার ফোয়ারা চত্বরে এক পথসভায় অনুষ্ঠিত হয়। ওই পথ সভায় তাঁর সমর্থক ও কর্মীরা মিছিল এবং ব্যনার ফেস্টুন নিয়ে জড়ো হন। পরে পথসভায় জনতার ঢল নামে। এ দিকে ভোট প্রার্থনা ও মিছিল-সমাবশের মাধ্যমে প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছে লাঙ্গল প্রতীক। ২টি পৌরসভা ও উপজেলার ইউনিয়নের পাড়া-মহল্লা ও চায়ের আড্ডার মূল আলোচনা লাঙ্গল প্রতীক ও তার বাহক কাজী আশরাফ সিদ্দিকী।
প্রতিদিন দিন নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড সহ পাড়া-মহল্লার অলি-গলি ও ব্যবসা প্রতিষ্ঠানে লাঙ্গল প্রতীকের আলোচনায় এখন সরব। আশরাফ সিদ্দিকীসহ তার দলীয় নেতা-কর্মী-সমর্থকরা ভোর থেকে গভীর রাত পর্যন্ত লাঙ্গল প্রতীকের পক্ষে ভোটারের দ্বারে দ্বারে গিয়ে দোয়া, সমর্থন ও ভোট চাচ্ছেন। বিভিন্ন সময় ব্যতিক্রমী নির্বাচনী মিছিল, মাইর্কিং ও জনসভা করছেন লাঙ্গল প্রতীকের কর্মীরা। লাঙ্গল প্রতীকের প্রার্থী কাজী আশরাফ সিদ্দিকী এলাকায় একজন ক্লিন ইমেজের রাজনীতিক ব্যাক্তি হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে তিনি জনসেবক হিসেবে ভোটারদের হৃদয়ের কাছে চলে এসেছেন। জাতীয় পার্টিকে এ আসনটি উপহার দিতে কাজী আশরাফ সিদ্দিকী ভোটারদের সকল সমস্যায় নিজেকে নিয়োজিত রাখছেন।
এ বিষয়ে কাজী আশরাফ সিদ্দিকী বলেন, আলহামদুল্লিাহ, আমাকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নির্বাচন করার সুযোগ করে দেয়ার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ এবং কেন্দ্রীয় নেতা-কর্মী সহ আমার সাথের সব কর্মীকে অশেষ ধন্যবাদ। তিনি বলেন, জনগণই আমার শক্তি, জনগণই আমার সাহস, জনগণই আমার উৎসাহ, আমি জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আমি জনগণকে সাথে নিয়ে নির্বাচনে এগিয়ে যাচ্ছি। আমার ভাই, বন্ধু, আত্মীয় সবই জনগণকে নিয়ে। জনগণ আমার পাশে সার্বক্ষণিক রয়েছে। ভোটাররা আগামি ৩০ তারিখে সারাদিন লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাদের কাছের মানুষকে বিজয়ী করবে।
এ সময় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সম্পাদক ফরমান আলী মাষ্টার, গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার, কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের ছাত্র নেতা ইঞ্জিনিয়ার নাজমুল হাসানসহ স্থানীয় নেতা ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
Discussion about this post