আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে নৌকার প্রার্থী আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারীকে বিজয়ী করতে মাঠে নেমেছেন মুক্তিযোদ্ধারা।
শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে নৌকাকে বিজয়ী করতে সকল মুক্তিযোদ্ধাদের আহবান জানান তারা।
কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনুর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে নৌকার প্রার্থী আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিসুর রহমান, শামসুল হক, যুগ্ম সাধারন সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, মহিলা বিষয়ক সম্পাদক জেবুন্নেছা আক্তার, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ তোতা, যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গা প্রমূখ।
Discussion about this post