টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল-৫ সদর আসনের আওয়ামীলীগের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মো. ছানোয়ার হোসেনে বলেছেন বর্তমান শেখ হাসিনার সরকার একটি শ্রমিক বান্ধব সরকার। শ্রমিকদের জীবন-মান উন্নয়নে এ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সরকার দেশে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের উন্নয়নে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। যা বাস্তবায়ন হতে চলছে।
শনিবার ২২ ডিসেম্বর সকালে পৌর উদ্যানে টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের আয়োজনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনী মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরোও বলেন বিগত জোট সরকারের আমলে অনেক কলকারখানা বন্ধ করে লাখ লাখ শ্রমিকের রুজি রোজগারের পথ বন্ধ করে দিয়েছিল। আওয়ামী লীগ সরকার বন্ধ কলকারখানা চালু করেছে। শ্রমিক কর্মচারীর বেতন ভাতা বৃদ্ধিসহ গার্মেন্টস শ্রমিকদের বেতন নির্ধারণ করেছে। এমনকি সরকারি কর্মচারীদের নববষের উৎসব ভাতা প্রদানের মাধ্যমে নজিরবিহীন দৃষ্টাšত্ম স্থাপন করেছে। কাজেই আওয়ামীলীগ সরকার মানেই উন্নয়নের সরকার। নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার এ উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে।
মোঃ বালা মিয়ার সভাপতিত্বে আরোও বক্তব্য রাখেন মহিলা সংরক্ষিত আসনের এমপি মনোয়ারা বেগম, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের যুগ্ম -সাধারণ সম্পাদক শাহজাহান আনসারী, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জামিলুর রহমান মিরণ।
Discussion about this post