বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের মহাজোট প্রার্থী সাবেক খাদ্যমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে আরেকবার নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধান মন্ত্রী বানাতে হবে। তিনি বলেন, আসন্ন নির্বাচনে নৌকার পক্ষে জোয়ার উঠেছে, আওয়ামী লীগ এ জোয়ারে সর্ব শিখরে উঠবে।
পৃথিবীর এমন কোন শক্তি নাই আওয়ামী লীগের এ বিজয় ঠেকায় ইন্শাল্লাহ। আগামীতে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে আমার গ্রাম হবে আমার শহর। জেলা-উপজেলা পর্যায়ে শিল্প-কারখানা স্থাপন করে বেকার তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন আমার নির্বাচনী এলাকা মধুপুর ও ধনবাড়ীতে ব্যাপক উন্নয়ন করা হয়েছে।
যা বলে শেষ করা যাবে না। তিনি মধুপুর ও ধনবাড়ীকে আগামীতে চলমান উন্নয়নমূলক কাজ সমাপ্ত করে অত্যাধুনিক মডেল উপজেলায় রূপান্তর করা হবে বলে জানান। তিনি বলেন দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করে মধুপুর-ধনবাড়ীকে আরও নতুন রূপে সাজাতে হবে। ড. রাজ্জাক শুক্রবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কয়ড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য এ কথাগুলো বলেন।
ধনবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলালের সভাপতিত্বে নির্বাচনী সভায় অন্যান্যের মধ্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাবুল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাহমুদা খাতুন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রনি, কাজী আওলাদুজ্জামান আদর, রেবেকা রাজ্জাক রেবা প্রমূখ।
Discussion about this post