স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপিকে উদ্দেশ্যে করে বলেছেন, নির্বাচন সামনে আসছে। বিএনপি-জামায়াত ও ঐক্যফন্ট নেতাদের বলছি মাঠে খেলতে এসেছেন নাকে খত দিয়ে এসেছেন সেটা ভালো কথা কিন্তু ঠিকভাবে খেলবেন। যদি ফাউল করেন তাহলে জনগণ আপনাদের লাল কার্ড দেখিয়ে দিবে।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের উপর আমাদের বিশ্বাস আছে। কিন্তু যারা অনঅনুমোদিত দল জামায়াত ইসলাম তারা বিএনপির সাথে মিলে নির্বাচনে মাঠে নামেছে অবশ্যই জনগন তাদের বিচার করবে।
টাঙ্গাইলের গোপালপুর-ভূঞাপুর -২ আসনের মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বড়শিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল খালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-২ গোপালপুর-ভূঞাপুর আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী তানভীর হাসান ছোট মনির, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার প্রমুখ।
Discussion about this post