ক্রিকেটার হিসেবেই শ্রীশান্তকে সকলে চেনেন। তিনি বিতর্কিতও বটে। তবে শ্রীশান্ত যে এত ভালো নাচ করেন সেটা অনেকেরই জানা নেই। সবাইকে অবাক করে ‘বিগ বস’ এর সদস্যদের সামনে নেচে তাক লাগিয়ে দিয়েছেন এই প্রাক্তন ক্রিকেটার।
‘বিগ বস’ অনেকের কাছেই প্রিয় নানা রকমের বিতর্কের কারণে। তবে এবারে এক নতুন কারণেই ইউটিউবে ভাইরাল হল এই ঘরের একটি দৃশ্য।
সম্প্রতি যে চ্যানেলে প্রদর্শিত হয় অনুষ্ঠানটি সেখানকার অন্য ধারাবাহিকের তারকারা বিগবস হাউসে উপস্থিত হয়েছিলেন। তাদের মন জয় করার জন্য এই ঘরের প্রত্যেক সদস্যই কিছু না কিছু বিনোদনমূলক পারফরম্যান্স করে দেখান।
কিন্তু সবাইকে তাক লাগিয়েছেন শ্রীসন্থ। তুমুল জনপ্রিয় ‘মুকাবলা মুকাবলা’ গানের সঙ্গে প্রভু দেবার নাচ সকলেরই মনে আছে। দশকের পর দশক পেরিয়ে গেলেও প্রভুর সেই পারফরম্যান্স সকলকে মুগ্ধ করে রেখেছে।
এবার সেই গানের তালেই নাচ করে মুগ্ধ করেছেন শ্রীশান্ত। তার নাচ দেখে সবাই স্টেজে এসে তার সঙ্গে পা মিলিয়েছেন।
সূত্রঃ পূর্ব-পশ্চিম বিডি.কম
Discussion about this post