টাঙ্গাইল প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিল গঠিত হয়েছে। শুক্রবার (২১ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু ভিআইপি হল রুমে অনুষ্ঠিত সভায় টাঙ্গাইল প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের কমিটি ঘোষনা করা হয়।
নয় সদস্যের এই কমিটির সভাপতি পদে দৈনিক প্রথম আলোর প্রতিনিধি কামনাশীষ শেখর এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন দৈনিক জনকন্ঠ, বাসস ও চ্যানেল-২৪ প্রতিনিধি ইফতেখারুল অনুপম।
এছাড়া কার্যকরী সদস্যরা হলেন- দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি কেএস রহমান শফি, দৈনিক মানবজমিন প্রতিনিধি মাহমুদ কামাল, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, এটিএন ও এটিএন বাংলা’র প্রতিনিধি নাসির উদ্দিন, দৈনিক সমকাল ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি অরণ্য ইমতিয়াজ, ডেইলী স্টার প্রতিনিধি মির্জা শাকিল ও দৈনিক দেশবাসী পত্রিকার বিশেষ প্রতিনিধি খান আহমেদ শুভ।
এছাড়া পদাধিকার বলে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সম্পাদক কাজী জাকেরুল মওলা সদস্য থাকবেন। এই কমিটি আগামী দুই বছর তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
Discussion about this post