সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। গ্রেফতারকৃতরা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ও ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, আরাফাত তারুন্য তামাদি, ওয়াহিদুন্নবী ও আব্দুল্লাহ জাবিদ।
শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুরে র্যাব-২ এর উপ-অধিনায়ক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী ব্রেকিংনিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
মহিউদ্দিন ফারুকী বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী, উস্কানিমূলক অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে গুজব ছড়িয়ে আসছিল। এছাড়া নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন মনগড়া প্রচারণা চালাচ্ছিল।’
তিনি আরও বলেন, ‘ভিডিওর ভয়েস পরিবর্তন করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিত, যা সম্পূর্ণ উস্কানিমূলক। চক্রটি দেশজুড়ে মাদকের বিরুদ্ধে চলা যুদ্ধকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ বলে আখ্যায়িত করে আসছিল।’
Discussion about this post