টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রতনগঞ্জ বাজারে আওয়ামী লীগের নৌকা মার্কার নির্বাচনী অফিস ভাঙচুর, পোস্টার ছেড়া ও ককটেল বিস্ফোরণ মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে কালিহাতী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার রতনগঞ্জ গ্রামের লেবু সওদাগরের ছেলে মোশারফ হোসেন (৪০), আওলাতৈল গ্রামের শামসুল আলমের ছেলে হারুন অর রশিদ (৩২), সালেংকা গ্রামের মোকছেদ আলী চান্দের ছেলে আমিনুর রশিদ (৪৫), একই গ্রামের মৃত. আমজাদ হোসেনের ছেলে ছামান আলী (৫২), সহদেবপুর গ্রামের ইব্রাহীমের ছেলে মিজানুর রহমান মজনু (৩৫), মোন্দইল গ্রামের নুর মোহাম্মদ মল্লিকের ছেলে আবু বকর মল্লিক (৩৫), বলধী গ্রামের মৃত. ইমান আলীর ছেলে বাহাজ উদ্দিন (৫০), একই গ্রামের মৃত.আফছার ঢুলীর ছেলে লুৎফর রহমান (৪০), কোকরাইল গ্রামের মৃত. জবেদ আলীর ছেলে আয়নাল হক (৪৮), বানিয়াফৈর গ্রামের মৃত. ইদ্রিস আলীর ছেলে ওমর আলী (৪৫) ও দ্বিমুখা গ্রামের আব্দুল আজিজ মাস্টারের ছেলে আশিকুর রহমান সোহেল (৪৩)।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, গত ১৯ ডিসেম্বর রাতে উপজেলার রতনগঞ্জ বাজারে আওয়ামীলীগের নির্বাচনী অফিস ভাঙচুর, পোস্টার ছেড়া ও ককটেল বিস্ফোরনের ঘটনায় নাগবাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য আয়নাল হক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় এজাহারভুক্ত ১১ জনকে গ্রেফতার করে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Discussion about this post