টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় মো. আরিফ হোসেন (৪৫) নামের এক স‘মিল শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার সকালে সখীপুর-টাঙ্গাইল সড়কের নলুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। নিহত আরিফ উপজেলার মুচারিয়া পাথার এলাকার সাকাসর মিয়ার ছেলে। সে ওই এলাকার নজরুল ইসলামের স‘মিলে কাজ করত।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আরিফ সিএনজি যোগে টাঙ্গাইল থেকে সখীপুর আসার পথে নলুয়া বাজার এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি মালবাহী মাহিন্দ্রার সঙ্গে সংর্ঘষ বাধে। পরে গুরুতর আহত অবস্থায় আরিফকে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই সিনএনজি‘র আরও ৪ যাত্রী আহত হয়েছেন। এদের মধে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে।
Discussion about this post