ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস হোসেনকে সংবর্ধনা দিয়েছেন টাঙ্গাইল প্রেসক্লাব। শুক্রবার(২১ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি ড. কামরুজ্জামান, অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ, আতাউর রহমান আজাদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠঅন পরিচালনা করেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
সংবর্ধনা অনুষ্ঠানে টাঙ্গাইলের শতাধিক গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
Discussion about this post