টাঙ্গাইল পৌরসভার ইপিআই (এক্সপেনডেড প্রোগ্রাম অন ইমোনাইজেশন) কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ভোরে এ আগুনের সুত্রপাত হয়।
সংবাদ পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের ৩টি ইউনিট এসে ওই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে নিয়ন্ত্রণে আসার আগেই ওই কক্ষে থাকা মহিলা ও শিশুদের টিকা দানের বিভিন্ন ধরণের ভ্যাকসিন ও সরঞ্জামাদীসহ আসবাবপত্রের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে।
টাঙ্গাইল পৌরসভা সূত্র টিনিউজকে জানায়, প্রতিদিন ভোরে হাটার ধারাবাহিকতায় আজও তিনি হাটতে বের হন। এ হাটা অবস্থায় পৌরসভার কাছে আসলে কর্মরত গাড়ী চালক বাহাদুর তাকে ওই ইপিআই কক্ষে আগুন লাগার বিষয়টি অবগত করে। এ অগ্নিকান্ডের সংবাদটি পেয়েই তিনি ভোর সাড়ে ৬টার দিকে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনকে বিষয়টি অবগত করেন। এ সংবাদে দ্রুত ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা টিনিউজকে জানান, টাঙ্গাইল পৌরসভায় অগ্নিকান্ডের সংবাদ পেয়েই দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। ভবনটির টিকাদান কর্মসূচির ইপিআই কক্ষে বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় ওই কক্ষে থাকা মহিলা ও শিশুদের টিকা দানের বিভিন্ন ধরণের ভ্যাকসিন ও সরঞ্জামাদীসহ আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত ঘটনাস্থলে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১৬জন কর্মী প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
Discussion about this post