আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে সখীপুর-বাসাইল (টাঙ্গাইল-৮) আসনে জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব কাজী আশরাফ সিদ্দিকীর লাঙ্গল মার্কার নির্বাচন জমে উঠেছে।
তিনি ভোটারদের ধারে ধারে গিয়ে লাঙ্গল মার্কায় ভোট চাচ্ছেন। গত ২ দিনের টানা বৃষ্টিতেও থেমে থাকেনি তাঁর নির্বাচনী প্রচারণা। গিয়েছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। গণসংযোগ, নির্বাচনী প্রচার-প্রচারণা ও পথসভা করছেন বাসাইল-সখীপুর দুই উপজেলার বিভিন্ন গ্রাম, বাজার ও মহল্লায়। পুরুষের পাশাপাশি মহিলা ভোটারা পল্লীবন্ধু এরশাদের মার্কা লাঙ্গলে ভোট দিয়ে এ আসন থেকে তাঁকে জয়যুক্ত করবেন বলে তিনি আশা করেন।
তিনি বিরতীহীন নির্বাচনী প্রচারনায় ভোটারদের কাছে গিয়ে পল্লীবন্ধু এরশাদের সময়ের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন। প্রচারণায় কাজী আশরাফ সিদ্দিকী বলেন, মহাজোটে জাতীয় পার্টি ছিল বলেই এ দেশের রেকর্ড পরিমাণ উন্নয়ন হয়েছে। সামনের সংসদ নির্বাচনে আমি জয় লাভ করলে সখীপুর-বাসাইল উপজেলাকে আধুনিক রুল মডেল হিসেব গড়ে তুলবো। এ দুই উপজেলা থেকে বেকারত্ব দূরীকরণ, সন্ত্রাস, মাদক, এবং সামাজিক কর্মকান্ড প্রতিরোধসহ এলাকার সুষম উন্নয়নের জন্য তিনি জাতীয় পার্টির লাঙ্গলে ভোট চান।
এ সময় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সম্পাদক ফরমান আলী মাষ্টার, গজারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার, কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের ছাত্র নেতা ইঞ্জিনিয়ার নাজমুল হাসানসহ স্থানীয় নেতা ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
Discussion about this post