মাত্র ১০ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছে বাংলাদেশ। তবে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেয়ায় হাত খুলে ব্যাট করছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল ও লিটন দাস ৪২ রান করার পর ব্যক্তিগত ১৬ বলে ১৫ রান করে অ্যালেনের বলে আউট হন তামিম। এর পর সৌম্য সরকার ও লিটন মিলে ৬৮ রানের জুটি গড়েন। দলীয় ১১০ রানে ২২ বলে ৩৩ রান করে আউট হন সৌম্য। এর পর ১১৩ রানের মাথায় ৩৪ বলে ৬০ রান করা লিটন দাসকে ফেরান কটরেল। দলীয় ১২০ রানে মাত্র ১ রান করে থমাসের বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হন মুশফিকুর রহিম।
এ প্রতিবেদন লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫ ওভার শেষে ৪ উইকেটে ১৪৫ রান। সাকিব ১৬ ও মাহমুদউল্লাহ ১৬ রান নিয়ে ব্যাট করছেন।
বৃহ্স্পতিবার বিকেলে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান উইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট।
তিন ম্যাচ টি-২০ সিরিজে ১-০ তে পিছিয়ে আছে টিম টাইগার। সিরিজ বাঁচাতে তাই সাকিব বাহিনীর সামনে আজ জয়ের কোনও বিকল্প নেই।
Discussion about this post