সকল অপেক্ষার অবসান ঘটিয়ে বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ‘জিরো’ ছবি আসছে শুক্রবার(২১ ডিসেম্বর)। ইতোমধ্যে ছবিটির প্রায় ২০ কোটি রুপির টিকেট অগ্রিম বিক্রি হয়ে গেছে।
‘জিরো’ শুক্রবার ভারতের প্রায় ৩৫০০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে। আনন্দ এল রাই পরিচালিত ছবিটি নির্মাণে ব্যায় হয়েছে ২০০ কোটিরও বেশি রুপি। ধারণা করা হচ্ছে ‘জিরো’ ৫০০ কোটির আয় ছাড়াবে প্রথম সপ্তাহেই।
ছবিটিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীকে। অতিথি হিসেবে ছবিটিতে আরও দেখা যাবে সালমান খান, কারিশমা কাপুর, আলিয়া ভাটসহ আরও অনেক জনপ্রিয় তারকাকে।
ছবিতে বধুয়া সিং নামের এক বামুন চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। তার প্রেমিকা হিসেবে আনুশকাকে দেখা যাবে প্রতিবন্ধী একজন বিজ্ঞানী চরিত্রে। আর সুপারস্টার চরিত্রে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ।
Discussion about this post