বাগেরহাটের রামপালে যাত্রীবাহী বাস উল্টে হেলপারসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।
বৃহস্পতিবার ভোরে রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকার খুলনা-মংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলা পেড়িখালী গ্রামের আবু তাহেরের ছেলে ফেরদৌস এবং মোংলা পৌরসভার মাদরাসা সড়কের সরোয়ার হোসেনের ছেলে মো. কামরুল। অপর একজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় ফায়ার সার্ভিস কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, আল আরাফাত পরিবহনের বাসটি ঢাকা থেকে মোংলার উদ্দেশে যাচ্ছিল। সোনাতুনিয়া এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার উপরেই উল্টে যায় বাসটি। তাতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান।
আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ।
Discussion about this post