নারায়ণগঞ্জে নিখোঁজ হওয়ার ৩ দিন পর নিখোঁজ মাছ ব্যবসায়ী মোক্তার হোসেন (৪৫) এর মৃত দেহ প্লাষ্টিকের ড্রামের ভিতর থেকে উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকালে পুরান বন্দর চৌধূরীবাড়ীস্থ প্রধানবাড়ী সামনে পাকা রাস্তা থেকে ফাঁস লাগানো অবস্থায় উক্ত লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জানা গেছে, গত ১৬ ডিসেম্বর পুরান বন্দর চৌধূরীবাড়ীস্থ গনপাড়া এলাকার মৃত হাজী আব্দুল হাসেম মিয়ার ছেলে ও ৪ সন্তানের জনক মাছ ব্যবসায়ী মোক্তার হোসেন নিখোঁজ হয়।
নিখোঁজের আত্মীয় স্বজনরা অনেক স্থানে খোখুজি করে মাছ ব্যবসায়ী সন্ধান না পেয়ে এ ব্যাপারে মাছ ব্যবসায়ী স্ত্রী শিল্পী বেগম গত ১৭ ডিসেম্বর বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করে। যার জিডি নং- ৬৭৫।
নিখোঁজ ঘটনার ৩ দিন অতিবাহিত পর ২০ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে স্থানীয় এলাকাবাসী ড্রামের ভিতরে লাশ দেখতে পেয়ে বন্দর থানা পুলিশে সংবাদ দেয়।
পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে প্লাষ্টিক ড্রামের ভিতর থেকে গেঞ্জি গার্ডার দিয়ে গলায় ফাঁসলাগানো অবস্থায় মাছ ব্যবসায়ী মৃত দেহ উদ্ধার করে র্মগে প্রেরণ করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আজহারুল ইসলাম সরকার (পিপিএম) লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, কি কারনে হত্যাকান্ড সংগঠিত হয়েছে তা এখনো জানা যায়নি।
তবে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। হত্যাকান্ডের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
Discussion about this post